Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ১১ এপ্রিল ২০২৫

মির্জা ফখরুল দেশে ফিরবেন সোমবার

মির্জা ফখরুল দেশে ফিরবেন সোমবার
ফাইল ছবি

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ফিরছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

শুক্রবার (১১ এপ্রিল) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির জানান, মির্জা ফখরুল সাহেব ও তার স্ত্রীর সবগুলো স্বাস্থ্য রিপোর্ট ভালো এসেছে। তারা দুজনেই সুস্থ ও স্বাভাবিক আছেন।

এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে পাড়ি জমান বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী।

উল্লেখযোগ্য বিষয় হলো, মির্জা ফখরুল দেশে ফিরছেন পহেলা বৈশাখের দিন, যখন ঢাকার রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবের আমেজ থাকবে। তবে রাজনৈতিক দিক থেকে এটা আরও তাৎপর্যপূর্ণ—কারণ বৈশাখের সূচনাপর্বেই ফখরুলের সক্রিয় রাজনৈতিক মঞ্চে প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছে বিএনপি।

বিএনপির শীর্ষ নেতৃত্বে মির্জা ফখরুলের উপস্থিতি দলীয় কর্মকৌশলে গতি আনতে পারে। এমন এক সময়ে তার ফিরে আসা, যখন রাজনীতির মঞ্চে উত্তেজনার পারদ ধীরে ধীরে চড়া হচ্ছে।

সবার দেশ/এমকেজে