ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত
ঐক্য সংস্কার নির্বাচন জাতীয় সংলাপ ২০২৪
জুলাই গণঅভূত্থানের পরের বাংলাদেশ একটা রূপান্তর পর্বে প্রবেশ করেছে। গণতান্ত্রিক, মানবিক ও সর্বজ নীন বাংলাদেশের জন্য হাজারো ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী প্রাণদাণ করেছেন। শহীদদের আকাঙ্খার পটভূমিতে 'ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) একটি ব্যাপকভিত্তিক জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৪ (শুক্রবার ও শনিবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে মোট ৬টি পৃথক অধিবেশনে আয়োজিত হচ্ছে এ সংলাপ।
২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এটির উদ্বোধন করবেন জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের সদস্যগণ। প্রধান অতিথির বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এতে রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের উপদেষ্টাগণ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ এবং ছাত্র নেতৃবৃন্দ এতে অংশ নেবেন।
জাতীয় সংলাপের এ উদ্যোগের নানা আয়োজন সম্পর্কে অবহিত করার জন্য আগামীকাল ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩০০ টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে (লেভেল-৫ ট্রেনিং রুম-৬০) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) এর সমন্বয়ক প্রফেসর ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আপনার প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন চিত্র সাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছেন।
সবার দেশ/এওয়াই