কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার মাহফিল

রাজধানীতে কর্মরত কুমিল্লার পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) ঢাকার কাকরাইলে রাজমনি ইশা খাঁ হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় দেড় শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক গাজিউল হাসান খান, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন ও মো. শরীফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কুদরাত-ই-খোদা, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমদ খান, তরুণ ব্যবসায়ী নেতা ইকবাল হোসেন মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম-সম্পাদক ও বাসস’র প্রধান প্রতিবেদক দিদারুল আলম দিদার, ডিইউজে’র কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক মঈনুল আহসান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি ও ডিবিসি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক এবং দৈনিক জনকন্ঠের যুগ্ম-বার্তা সম্পাদক মনির আহমাদ জারিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাহবুবুর রশিদ (খায়ের), ইমামুল হক শামীম, তোফায়েল হোসেন, হালিম মোহাম্মদ, শহীদুল ইসলাম, এম. এস. দোহা, সৈয়দ আখতার সিরাজী, মো. আবু তাহের, সৈয়দ মাহবুব মোর্শেদ, সায়ীদ আবদুল মালিক, তাওহীদুল ইসলাম, সালাহ উদ্দিন জসিম, মো. শরীফুল ইসলাম, কমল চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, ড. শাহজাহান মজুমদার, গোলাম বারী ইউনুস, আবুল হোসেন মজুমদার, মো. আলী হোসেন, তাহমিনা আক্তার, নার্গিস জুঁই, কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আলী আশরাফ আকন্দ, এম. এম. ইকবাল আলমগীর, সোলাইমান সালমান, ফারজানা আফরিন, মোহাম্মদ মাসুদ, জহির আলম সিকদার, মইনুল ইসলাম বাদল চৌধুরী, ডা. ওমর ফারুক শাহজালাল, আবু সুফিয়ান রতন, মো. মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মো. নূরুল আবছার, কাজী মোঃ আহসান উল্ল্যা, এস. এন. ইউসুফ, মো. আরিফুল আলম, মোহাম্মদ আলী হাজারী, গোলাম মোস্তফা রবি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, হাবিবুর রহমান বাবু, এ কে সালমান, আহমেদ আজম, আবদুস সালাম ভূঁইয়া টিটু, জান্নাত আক্তার শ্রাবনী, বেলায়েত হোসেন টিপু, মো. সাফায়েত হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আশিকুর রহমান, মোসা. ফারহানা হোসেন, ইমাম হোসেন ইমন, শারমিন সুলতানা রিনা, মেহেরুন আশরাফ, নুরুল ইসলাম খান মামুন-সহ আরও অনেকে।
কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব-এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।
সবার দেশ/কেএম