সাংবাদিক নেতাদের প্রতিবাদ, ঈদের ছুটি বৃদ্ধির দাবি
নোয়াবের সিদ্ধান্তে সাংবাদিকদের চরম ক্ষোভ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সংবাদপত্রে মাত্র তিন দিন ছুটির ঘোষণা দেয়ার সিদ্ধান্ত পরিবর্তন না করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এক যৌথ বিবৃতিতে নোয়াবের সিদ্ধান্তকে চরম নিষ্ঠুরতা হিসেবে অভিহিত করে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন।
বুধবার (২৬ মার্চ) সাংবাদিক নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, নোয়াবের ঘোষিত তিন দিনের ঈদের ছুটি মাত্র এবং সাংবাদিকদের দীর্ঘ কাজের চাপ ও পরিস্থিতি বিবেচনায় আরো বেশি ছুটি প্রাপ্তির দাবি তাদের ছিল। তবে নোয়াব এখনো সে সিদ্ধান্ত পরিবর্তন না করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। যৌথ বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সংগঠনগুলো নোয়াবের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ঈদের ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে, কিন্তু নোয়াব সে দাবি আমলে না নিয়ে তার সিদ্ধান্তে অনড় রয়েছে, যা অত্যন্ত অবমাননাকর এবং চরম নিষ্ঠুরতা।
এছাড়া বিবৃতিতে সাংবাদিক নেতারা তুলে ধরেন যে, এবারের ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। তারা জানান, সরকারি কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন, যা তাদের জন্য এক বিশাল সুবিধা। এর মধ্যে স্বাধীনতা দিবস, শবেকদর, সাপ্তাহিক ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে পুরো মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ তারা ছুটির মধ্যে কাটাচ্ছেন। তবে, সাংবাদিকদের জন্য নোয়াবের ঘোষণা অনুযায়ী, ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটির ব্যবস্থা করা হয়েছে, যা নোয়াবের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ হিসাবে দেখা হচ্ছে।
সাংবাদিক নেতারা বলেন, এবার ঈদে যখন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাচ্ছেন, তখন নোয়াবের মাত্র তিন দিনের ছুটি ঘোষণা করা একেবারে চরম নিষ্ঠুরতা। তারা আরও বলেন, যেহেতু পুরো জাতি এখন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে, নোয়াবের এমন সিদ্ধান্ত গণমাধ্যমকর্মীদের নতুন বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে, যা অত্যন্ত অমানবিক এবং অন্যায়।
সাংবাদিক সংগঠনগুলোর দাবি, তাদের এ যৌক্তিক দাবি আমলে নিয়ে নোয়াব তাদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে ছুটি বৃদ্ধির ব্যবস্থা করুক। সাংবাদিক নেতারা আরো বলেন, আমরা নোয়াবের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের কাছে ছুটি বৃদ্ধির দাবি জানাচ্ছি।
এমন পরিস্থিতিতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের প্রতি শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করার আহ্বান জানানো হচ্ছে।
সবার দেশ/এমকেজে