Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ২৮ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক কাজী রফিকের ইন্তেকাল

সাংবাদিক কাজী রফিকের ইন্তেকাল
ছবি: সংগৃহীত

ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক (২৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার কিছু আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসাবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়েছে।

শুক্রবার রাতে মোহাম্মদপুরের তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাজী রফিক ২০১৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে সাংবাদিকতার হাতেখড়ি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসাবে যোগ দেন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: