Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৮, ৬ জানুয়ারি ২০২৫

জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় মাহমুদুর রহমান

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার দাবি

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার দাবি
ছবি: সবার দেশ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার (৬ জানুয়ারি) একটি আলোচনা সভায় ভারতে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচার করা উচিত। 

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে অনেক বিরোধী নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন- নাসির উদ্দিন পিন্টু, দেলোয়ার হোসেন সাঈদী, এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম।

মাহমুদুর রহমান আরও বলেন, এসব হত্যাকাণ্ডের তদন্ত হওয়া প্রয়োজন। তাদের চিকিৎসকদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত, বিশেষত নাসির উদ্দিন পিন্টু হত্যার ক্ষেত্রে। তিনি অভিযোগ করেন যে, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে আইসিইউতে অক্সিজেন বন্ধ করে হত্যা করা হয়েছে, যার তথ্যপ্রমাণ রয়েছে।

তিনি রুহুল আমিন গাজীর হত্যাকাণ্ডেরও উল্লেখ করেন, যিনি ক্যানসার আক্রান্ত ছিলেন এবং বিনা অপরাধে জেলখানায় আটকে রেখে তার চিকিৎসা দেয়া হয়নি। মাহমুদুর রহমান দাবি করেন যে, এ হত্যাকাণ্ডের জন্যও হাসিনার বিচার হতে হবে।

তিনি উল্লেখ করেন যে, তিতাস নদী হত্যার প্রতিবাদে তিনি এবং তার সহযোগীরা লংমার্চ করেছিলেন। হাসিনার ভারতীয় স্বার্থে কাজ করার সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মের সংগ্রামের মাধ্যমে তাদের লক্ষ্য সফল হয়েছে এবং ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সভায় বিএনপির বিভিন্ন নেতা, সাংবাদিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

সবার দেশ/এওয়াই