আরপিইউজে আয়োজিত সাংবাদিক সমাবেশে কাদের গণি চৌধুরী
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়
কাদের গণি চৌধুরী রংপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজিত সাংবাদিক সমাবেশে সাংবাদিকদের প্রতি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকতা অবশ্যই পুরো সত্য তুলে ধরতে হবে, কোনো ধরনের ভয় বা লোভের ঊর্ধ্বে উঠে। সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং ন্যায্য থাকতে হবে, এবং নিজেদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে রিপোর্টে প্রবাহিত করতে না দিয়ে ঘটনাটি যথাযথভাবে তুলে ধরতে হবে।
তিনি গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতা ও স্বাধীনতার অভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে রংপুর টাউন হলে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এসব বলেন। রংপুর ছাড়াও দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, সৈয়দপুর, বগুড়ার সাংবাদিক এ সমাবেশে যোগ দেন।
তিনি বলেন, বেশিরভাগ গণমাধ্যম হাউস রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করছেন, যার ফলে সাংবাদিকরা সঠিকভাবে কাজ করতে পারছেন না এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। তিনি সাংবাদিকদের সতর্ক করেন, যাতে তারা পক্ষপাতহীনভাবে কাজ করেন। ‘অপসাংবাদিকতা’ বা ‘তথ্য সন্ত্রাস’ এর শিকার যেন কেউ না হন।
বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী আরও বলেন, সাংবাদিকদের উচিত ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করার বিরুদ্ধে দাঁড়িয়ে সাংবাদিকতার মর্যাদা বজায় রাখা। তার মতে, যদি সাংবাদিকরা নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, তবে তাদের সাংবাদিকতা করার কোনো অধিকার নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। অন্যান্য সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা ও সঠিক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা একযোগে অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সবার দেশ/কেএম