নির্বাচনী রোডম্যাপ নিয়ে জোরালো বার্তা
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসছে বিএনপি। বৈঠকে দলটির মূল এজেন্ডা হবে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেবে।
দলীয় সূত্র জানায়, বিএনপি প্রধান উপদেষ্টাকে জানাবে যে, নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হতে পারে। দলটি এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করে এবং এ বার্তা স্পষ্টভাবে তুলে ধরবে। এছাড়া, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান এবং জাতীয় ঐকমত্যের জন্য কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে, তা জানতে চাইবে দলটি।
বিএনপির নেতারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কার দ্রুত শেষ করে ভোটের আয়োজন করার পক্ষে, বাকি সংস্কার নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেয়ার তাগিদ দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ‘অল্প সংস্কারে ডিসেম্বর, বেশি সংস্কারে জুন’—এ বক্তব্য ফাঁকা বুলি। আমরা এ বিতর্কের সমাধান চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ হওয়া উচিত। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জুনের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছে, তাই বিলম্বের কোনো যুক্তি নেই।
নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের পরস্পরবিরোধী বক্তব্যে বিএনপির মধ্যে অসন্তোষ রয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও পরে তা সংশোধন করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলা হয়। এ বিভ্রান্তি নির্বাচন পিছিয়ে দেয়ার সরকারের ‘দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য’ হিসেবে দেখছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এ বিভ্রান্তিকর বক্তব্যে সরকারের স্বার্থান্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, আজকের বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করবে দলের পরবর্তী কর্মসূচি। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়, তবে দলটি ভোটের প্রস্তুতি নেবে। অন্যথায়, নির্বাচনের দাবিতে মিত্র দল ও জোটের সঙ্গে আলোচনা করে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা রয়েছে।
বৈঠকের পর বিএনপি আগামীকাল (১৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার ইস্যুতে আলোচনা করবে। দলটি মনে করে, দ্রুত নির্বাচনই দেশের সংকট সমাধান ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।
সবার দেশ/এমকেজে