Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ২৪ জানুয়ারি ২০২৫

দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। 

শুক্রবার সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়। এ সময় সারাদেশ থেকে আসা শিক্ষকরা সমাবেশে যোগ দেন।

এর আগে এদিন ভোর থেকেই সারাদেশ থেকে শিক্ষকরা এসে শহীদ মিনারে জড়ো হন।

সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা যায়।

সবার দেশ/এফএ