গণঅভ্যুত্থানে আহত ৭ জন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।
সিঙ্গাপুরে পাঠানো আহতরা হলেন-আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে আহতদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।
গণঅভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। প্রয়োজন অনুযায়ী দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করছে এ বোর্ড। তাদের সুপারিশে এ পর্যন্ত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে, আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সবার দেশ/কেএম