Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

‘নৌকামুক্ত’ হয়েছে কারা অধিদফতরের লোগো

‘নৌকামুক্ত’ হয়েছে কারা অধিদফতরের লোগো
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদফতরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবি এবং ব্যাটন (লাঠি) যুক্ত করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের এক বার্তায় বলা হয়েছে, অতিসম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদফতরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো পরিবর্তনের নির্দেশনা জারি করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে বলেছেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসঙ্গে সব করা যাবে না।

সবার দেশ/কেএম