প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতদের অবস্থান
সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে যমুনার সামনে অবস্থান নেন তারা।
বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছালে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও বিক্ষোভরত আহতদের শান্ত করার চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের একজন হেলাল হাসান বলেন, আমরা চাই প্রধান উপদেষ্টা কিংবা তার প্রতিনিধি আমাদের লিখিত দিক যে তারা আমাদের দাবি মেনে নিয়েছেন। তা না হলে আমরা ফিরবো না। আমরা কোনো মৌখিক আশ্বাসের ভরসায় থাকবো না।
আহতরা সর্বশেষ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ পালন করে। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) দাবি পূরণে শিশুমেলা মোড় অবরোধ করে সরকারের লিখিত আশ্বাস চেয়ে বিকেল ৪টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন তারা। দিনভর তারা মিরপুর রোডের শিশুমেলা মোড় অবরোধ করে রাখেন।
এরপর সন্ধ্যায় তারা মিরপুর রোড থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। রাত
সাড়ে ৭টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই বসে বিক্ষোভ শুরু করেন।
তাদের দাবিগুলো হলো-
১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।
২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার।
৩. আহতদের ক্যাটাগরী সঠিকভাবে প্রণয়ন।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।
সবার দেশ/কেএম