কিছু মিডিয়া এখনও ফ্যাসিস্টের সিলসিলা অব্যাহত রেখেছে
হাসিনা-ছাত্রলীগ ডেথ চ্যাপ্টার: হাসনাত আবদুল্লাহ
একটা জায়গা স্পষ্ট- হাসিনা ও তার ফ্যাসিবাদকে যে কোনও রূপ, মত, পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেয়া হবে না। হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা চলবে না।

হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ৫ আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চাপ্টার ক্লোজ করে দিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী যেসব দল রয়েছে; তাদের সঙ্গে আমাদের মতে অমিল হবে, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হবে, আবার সেগুলো নিয়ে একই টেবিলে বসে আলোচনা করবো।
কিন্তু একটা জায়গা স্পষ্ট- হাসিনা ও তার ফ্যাসিবাদকে যে কোনও রূপ, মত, পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেয়া হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ ছাত্রনেতা বলেন, আপনারা এখনও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন। উনি (শেখ হাসিনা) হচ্ছে বাংলাদেশের কসাই। দুই হাজার মানুষকে শেখ হাসিনা শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মিডিয়াতে কেন ফ্যাসিবাদী, খুনি হাসিনা লেখা যায় না? এটা যদি আপনারা না লেখেন বা বলেন তাহলে আমরা বলবো; আওয়ামী ফ্যাসিবাদী যে মিডিয়া কাঠামো ছিলো, আপনারা সেটির সিলসিলা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেবো- সে মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে। তারা দেশ-জাতি ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সুশীলতাকে ছুঁড়ে ফেলে দিয়েছি বলে এ গণঅভ্যুত্থান করতে পেরেছি। সুতরাং হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা চলবে না।
সবার দেশ/এমকেজে