Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চুনোপুঁটি-রাঘব বোয়াল সব শয়তান ধরা পড়বে জালে

কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানি শিকার না হয়, সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবাই ধরা পড়বে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেউ ছাড় পাবে না। 

চুনোপুঁটি-রাঘব বোয়াল সব শয়তান ধরা পড়বে জালে
ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উসকানিমূলক আচরণে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে মোক্ষম জবাব দিয়েছে।  

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি  গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানি শিকার না হয়, সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবাই ধরা পড়বে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেউ ছাড় পাবে না। 

আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশে/এমকেজে