Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার
ছবি: সবার দেশ

সন্ত্রাসী ও অপরাধীদের দমনে দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ৯৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৮৬ জনকে। অভিযানে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত এক হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৫৯১ জন। 

পুলিশ সদরদফতর জানিয়েছে, আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। সর্বশেষ ২৪ ঘণ্টার অভিযানে ১টি পিস্তল, চায়না রাইফেল ১টি, এলজি ২টি, ৪টি ওয়ান শুটার গান, ম্যাগাজিন ১টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুরি ১টি, গুটি রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি, কাটার ১টি, কিরিচ ৩টি।

উল্লেখ্য, শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার বৈঠকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়াসহ বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর এবং গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সময় সরকার এ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

সবার দেশ/এমকেজে