Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের আন্দোলনে পুলিশের বাধা

প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের আন্দোলনে পুলিশের বাধা
ছবি: সবার দেশ

সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয়েছে জলকামান। রোববার (১৬ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষিত মহাসমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা। এরপর তারা পদযাত্রা করে সচিবালয়ের দিকে যেতে শুরু করেন। এসময় বাধা দেয় পুলিশ এবং ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ।

আন্দোলনরতরা বেলা ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকের রাস্তায় রওনা দেন। এ সময় পুলিশ ব্যারিকেড দেয়। বিকেল চারটার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে। 

টানা ১১ দিনের মতো তারা এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। 

তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিলো। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

২০২৩ সালের ১৪ই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। তবে ৩১ জন নিয়োগবঞ্চিত রিট করলে কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত ৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়: