জুলাই হত্যাকারীদের অর্থদাতা মনসুর উত্তরায় আটক

বৈষম্যবিরোধী ছাত্র জনতার হত্যাকারীদের অর্থদাতা ও পতিত আওয়ামী লীগের চাঁদাবাজ মোঃ মনসুর আহমেদকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
মনসুর আহমেদ উত্তরার সাবেক এমপি হাবিব হাসানের অন্যতম সহযোগী এবং জুলাই হত্যাকারীদের অন্যতম অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারী। আন্দোলন চলাকালীন তিনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের মধ্যে সহ অঢেল অর্থ ব্যয় করেন এবং অস্ত্র সরবরাহ করেন।
তার অর্থ ও অস্ত্র সরবরাহের কারণে জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা এলাকায় হতাহতের পরিমান অনেক বেড়ে যায়। ৫ আগষ্ট খুনি হাসিনার পালানোর খবর পেয়ে মনসুর আত্মগোপনে চলে যান।
গোপন সূত্রে মনসুরের উপস্থিতির খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ছাত্র জনতা এবং বৈষম্যবিরোধী নেতাসহ প্রায় এক হাজার লোক তার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে।
সবার দেশ/কেএম