Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

রাতের ভোটের ৬৪ এসপির পরিণতি জানালেন আসিফ

রাতের ভোটের ৬৪ এসপির পরিণতি জানালেন আসিফ
ফাইল ছবি

২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনের সময় দেশের ৬৪ জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে রাতের ভোটে সম্পৃক্ত ওই সময়ের জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।

সবার দেশ/কেএম