Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০১:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহে ইউএনডিপি আয়োজিত সেমিনারে প্রধান বিচারপতি

সংস্কার কার্যক্রমে বিচার বিভাগের ভূমিকা অগ্রগামী

সংস্কার কার্যক্রমে বিচার বিভাগের ভূমিকা অগ্রগামী
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে। যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আজকের সেমিনারটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশ একটি জাতীয় সংস্কার প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবের ওপর রাজনৈতিক ঐকমত্য গঠনের চেষ্টা চলছে।

 

 

তিনি আরও বলেন, আজকের এ সেমিনারের সময়সূচি, যা ধারাবাহিকতায় পঞ্চম এবং রাজধানীর বাইরে আয়োজিত চতুর্থ সেমিনার। কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আমাদের মনে রাখা উচিত যে বিচার বিভাগ সেপ্টেম্বর ২০২৪ থেকে এর সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। তদুপরি বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের প্রবর্তিত ১২ দফা নির্দেশনার ভিত্তিতে গড়ে উঠেছে, যার লক্ষ্য হলো, জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের জন্য দক্ষ ও দ্রুত সেবা প্রদান করা। ময়মনসিংহ এ সেমিনারের ভূমিকা হবে সে প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

 

 

প্রধান বিচারপতি বলেন, সামনের সপ্তাহ এবং মাসগুলো জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যৌথ প্রচেষ্টা প্রতিষ্ঠানগত স্বায়ত্তশাসন এবং সংস্কারের ভবিষ্যৎ পথকে প্রভাবিত ও পরিচালিত করবে। এ সংস্কার রোডশোগুলো যেভাবে সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে, সেগুলো আপনাদের জন্য উপযুক্ত প্রক্রিয়া এবং চ্যানেলের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়বস্তু ও যৌক্তিক ভিত্তি প্রদান করেছে।

ইউএনডিপির উদ্যোগে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এতে আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ্ মাহবুব।

 

 

এ সময় বাণিজ্যিক আদালতের রোডম্যাপ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শরিফুল আলম এবং সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউএনডিপির রোমানা শোয়েগার। সেমিনারে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোণা জেলার বিচারক, পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম