Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই বিপ্লবে আহতদের যমুনার সামনে অবস্থান

জুলাই বিপ্লবে আহতদের যমুনার সামনে  অবস্থান
ছবি: সবার দেশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন।

তারা বলেন, আমাদের দাবি দুটো। ‘এ’ ক্যাটাগারি ও ‘বি ’ক্যাটাগরি। এর বাইরে কোনো কথা নেই। 

আহতরা বলেন, আমরা চাই-সকল আহত যোদ্ধা সমানভাবে সুযোগ-সুবিধা পাক। যাদের অঙ্গহানি হয়েছে, একটা পা ও চোখ চলে গেছে তারা আজীবন কর্মসংস্থানে ফিরতে পারবে না, তারা ‘এ’ ক্যাটাগরিতে আসুক। যারা বর্তমানে চিকিৎসাধীন আছে, সামনে চিকিৎসায় সুস্থ হবেন এবং বর্তমানে সুস্থ আছেন তাদের ‘বি’ ক্যাটাগরিতে আনা হোক।

সবার দেশ/কেএম