হাতে বেশি সময় নেই, ডিসেম্বরে- নির্বাচন
ডিসেম্বরে নির্বাচন, হাতে সময় কম: ড. ইউনূস
দেশের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ার সুযোগ আছে। সাম্প্রতিক পরিবর্তনের ফলে আমাদের সামনে বড় সুযোগ এসেছে, যা কাজে লাগাতে হবে।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ের কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে সাত মাস পার করেছি। ডিসেম্বরে নির্বাচন হবে, তাই যা করার আছে, দ্রুত করতে হবে। সংস্কারের জন্য কারও জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই।
পুলিশ বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ গঠনে পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হলে পুলিশের ভূমিকা অপরিহার্য। আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং শৃঙ্খলা নিশ্চিত করা যায়, তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি বলেন, আমরা অন্ধকার যুগ থেকে সুন্দর, ঝলমলে দিনে আসতে চাই। পুলিশ বাহিনীকে সে পরিবর্তনের অংশ হতে হবে। অতীত ভুলে নতুন ভাবনায় এগিয়ে যেতে হবে। পুলিশকে জনগণের বন্ধুতে পরিণত করতে হবে।
দেশের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ার সুযোগ আছে। সাম্প্রতিক পরিবর্তনের ফলে আমাদের সামনে বড় সুযোগ এসেছে, যা কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় যে ভরসা রেখেছে, তা ধরে রাখতে হবে। নতুন বাংলাদেশ গঠনের এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।
বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করা হবে। ব্যর্থ হলেও মনে করবেন, আমরা চেষ্টা করেছিলাম।
সবার দেশ/কেএম