Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৩৭, ১৮ মার্চ ২০২৫

শেয়ার করলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস

বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের তীব্র প্রতিবাদ

সরকার বিবৃতিতে জানায়, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি, তবে তা সফলভাবে মোকাবিলা করছে। রাজনৈতিক নেতাদের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে গবেষণা করা উচিত। ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়া থেকে বিরত থাকা উচিত।

বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের তীব্র প্রতিবাদ
ফাইল ছবি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও কথিত ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এ প্রতিবাদপত্রটি ঢাকাস্থ ফরাসি দূতাবাস তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) (বাংলাদেশ সময় সকাল ৮:৫৬ মিনিটে) ফরাসি দূতাবাস তাদের ফেসবুক পেজে বাংলাদেশের প্রতিবাদপত্রটি শেয়ার করলেও, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সোমবার রাত ১১:৪৫ মিনিটে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

বাংলাদেশ সরকারের দাবিগুলো হচ্ছে- বাংলাদেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের চর্চার জন্য পরিচিত। দেশটি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। তুলসী গ্যাবার্ডের বক্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে করা হয়নি। বাংলাদেশকে ‘ইসলামিক খিলাফত’ ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা ভিত্তিহীন ও অযৌক্তিক।

সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে। ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি ও বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো একই আদর্শ দ্বারা পরিচালিত— যা খিলাফতের মাধ্যমে শাসন কায়েমের চেষ্টা করছে।

আরও পড়ুন <<>> মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন 

বাংলাদেশ সরকার তার বিবৃতিতে জানায়— বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি, তবে তা সফলভাবে মোকাবিলা করছে। রাজনৈতিক নেতাদের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে বিস্তারিত গবেষণা করা উচিত। ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়া থেকে বিরত থাকা উচিত।

সবার দেশ/কেএম