Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১৯ মার্চ ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার সভা

পুলিশকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ

পুলিশকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ
ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ বাহিনীর প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে তিনি পুলিশ বাহিনীর প্রস্তুতি এবং তাদের কাজের উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান।

ড. ইউনূস বলেন, নির্বাচনের সময়ে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং সুবিধা নিশ্চিত করতে হবে।

এছাড়া, প্রধান উপদেষ্টা আরও জানান যে, পুলিশের যেসব স্থায়ী প্রকল্পের কাজ ৭০ শতাংশের নিচে সম্পন্ন হয়েছে, তা দ্রুত সমাপ্ত করতে অর্থ ছাড় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেয়া হয়েছে।

একইভাবে, পুলিশ বাহিনীর এসআই ও এএসআই র‌্যাংকের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত ঋণ সুবিধা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া, ভাড়া করা ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্যও অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ড. ইউনূস আরও জানান, কর্মসম্পাদনের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফর্মেন্স অপেক্ষাকৃত কম, তাদের কার্যক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে পুলিশের দক্ষতা বাড়ানো, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম