গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে এফবিএস আয়োজিত
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
সংলাপ উদ্বোধন করবেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা। প্রধান অতিথির বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)। শুক্রবার (২৭ ডিসেম্বর) ও শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপ উদ্বোধন করবেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা। প্রধান অতিথির বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবেন রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ। উদ্বোধন অনুষ্ঠানের প্রথম পর্বে ধারণাপত্র পাঠ করবেন সাংবাদিক মনির হায়দার। সঞ্চালনা করবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
গতকাল বিকেলে কেআইবিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এফবিএসের সমন্বয়ক ড. মো. মাহমুদুল হাসান জানান, দু’দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার, সংস্কার, নিরাপত্তা ও নির্বাচন নিয়ে ছয়টি অধিবেশনে সংলাপ চলবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নবগঠিত ছাত্র মঞ্চের প্রতিনিধি, জুলাই আন্দোলনের ছাত্রনেতা, দলগুলোর ছাত্র সংগঠন, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, সরকারের উপদেষ্টা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এতে যোগ দেবেন।
উদ্বোধন অধিবেশনের পর প্রথম অধিবেশন শুরু হবে বেলা ১১টায়। ‘ঐক্য কোন পথে’ শীর্ষক সভার প্রধান আলোচক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডা. জাহেদ উর রহমানের সঞ্চলনায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অধিবেশনে বক্তব্য দেবেন আদিলুর রহমান, মাহফুজ আলম, শারমিন মুর্শিদ, ড. বদিউল আলম মজুমদার, ফরহাদ মজহার, মাহমুদুর রহমান মান্না, হোসেন জিল্লুর রহমান, ড. সলিমুল্লাহ খান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ। শুক্রবার সন্ধ্যায় ‘রক্তের ঋণ ঐক্যের আকঙ্ক্ষা’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেবেন– মো. নাহিদ ইসলাম, ড. আ ন ম এহসানুল হক মিলন, মজিবুর রহমান মঞ্জু, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন নাসির, রাশেদ আহমেদ প্রমুখ।
শনিবার তৃতীয় অধিবেশনে ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে বক্তব্য দেবেন ড. আসিফ নজরুল, মো. আসাদুজ্জামান, জহিরউদ্দীন স্বপন, সাইফুল হক, তাজুল ইসলাম, মতিউর রহমান আকন্দ প্রমুখ। দুপুর আড়াইটায় চতুর্থ অধিবেশনে ‘সংস্কারের দায় ও নির্বাচনী পথরেখা’ শীর্ষক সংলাপে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। বক্তব্য দেবেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, নুরুল কবির, জোনায়েদ সাকি প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান বলেন, আমাদের সংস্কার ও নির্বাচন দরকার। এ সংলাপে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। জুলাই আন্দোলন যে ঐকমত্য অর্জন করেছিল, তা জোরদার করার জন্য এ সংলাপ।
সংগঠক মনির হায়দার বলেন, আমরা কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি, সে বিষয়ে একটি ঘোষণা আসবে সংলাপের পর।
সবার দেশ/এওয়াই