Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪৫, ২৩ মার্চ ২০২৫

২৯টিতে আংশিক একমত, ২২টিতে দ্বিমত

ঐকমত্য কমিশনের ১১৩ প্রস্তাবে এনসিপি’র ঐকমত্য

ঐকমত্য কমিশনের ১১৩ প্রস্তাবে এনসিপি’র ঐকমত্য
ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২৩ মার্চ) দুপুরে মতামত জমা দেয়ার পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, তাদের দল জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত হয়েছে।

সরোয়ার তুষার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে থাকা ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টি প্রস্তাবে আমরা পুরোপুরি একমত হয়েছি। এছাড়া ২৯টি প্রস্তাবে আমরা আংশিক একমত এবং ২২টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি।

তিনি আরও জানান, দুটি গুরুত্বপূর্ণ কমিশনের প্রতিসববেদন তারা এখনও পাননি। এর মধ্যে একটি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন এবং অন্যটি স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ দুটি রিপোর্ট না পাওয়ায় এনসিপি কমিশনের কাছে তাদের অবস্থান জানতে চেয়েছে।

সরোয়ার তুষার বলেন, আমরা মনে করি, এ দুটি কমিশনের সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। তাই আমরা এ কমিশনের সুপারিশ দ্রুত প্রকাশের আহ্বান জানাচ্ছি।

১১৩টি প্রস্তাবে পূর্ণ সমর্থন – জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে এনসিপির মতামত। ২৯টি প্রস্তাবে আংশিক সমর্থন – কিছু সংশোধন ও সংযোজনের প্রস্তাব দিয়েছে দলটি।

২২টি প্রস্তাবে অসম্মতি – এ প্রস্তাবগুলো বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে এনসিপি।

জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এ সংলাপের প্রথম দিনে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে এনসিপি। দলটি বলেছে, তারা ভবিষ্যতেও ঐকমত্য প্রতিষ্ঠার জন্য গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত।

সবার দেশ/কেএম