দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন বিষয়ক কমিটি। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত এ কমিটি সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারের সব সচিব, বিভিন্ন সরকারি দফতরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দফতরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের সম্পর্কে জনমনে দুর্নীতিবাজ হওয়ার ব্যাপক ধারণা রয়েছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ নির্দেশনার মূল ভিত্তি হলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন। জনপ্রশাসন বিষয়ক কমিটি মনে করে, দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
সরকার গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে। কমিটির কাজ হলো, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করা।
সরকারের এ উদ্যোগের ফলে সরকারি প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া সম্ভব হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হবে, এমনটাই আশা করছেন বিশ্লেষকরা।
সবার দেশ/কেএম