দুই বিচারক নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারক হলেন ৭ জন
আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি- বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের এ নিয়োগ দিয়েছেন।
সোমবার (২৪ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন দুই বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এ দুই বিচারপতির নিয়োগের ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়ালো সাত জনে।
বিচারপতি একেএম আসাদুজ্জামান
বিচারপতি একেএম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৩ সালে জজ কোর্টে, ১৯৮৫ সালে হাইকোর্টে এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হন।
বিচারপতি ফারাহ মাহবুব
বিচারপতি ফারাহ মাহবুব ১৯৬৬ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
১৯৯২ সালে জজ কোর্টে, ১৯৯৪ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৬ সালে স্থায়ী বিচারক হন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিচার বিভাগে দায়িত্ব পালন করার পর এবার তারা আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেলেন।
সবার দেশ/কেএম