সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আজ ২৫ মার্চ, মঙ্গলবার, সন্ধ্যা ৭টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
এ ভাষণটি আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেয়া হচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। ভাষণের আগে, আজ সকালে, প্রধান উপদেষ্টা রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন।
সবার দেশ/এমকেজে