চব্বিশের অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে: আসিফ মাহমুদ

একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও জানান যে, স্বাধীনতার ৫৫ বছর পর এসে দেশ অনেক এগিয়েছে, তবে কিছু শক্তি স্বাধীনতার মূল লক্ষ্য এবং সঠিক আদর্শকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে।
তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা ছিল দেশের জনগণের একটি মহান অর্জন, তবে কিছু সময় পর এ স্বাধীনতার ধারণা নষ্ট হয়ে গেছে। চব্বিশের অভ্যুত্থান সে স্বাধীনতাকে রক্ষা করার একটি প্রয়াস ছিলো।
এদিন, ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সূর্যোদয়ের সাথে সাথে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধার্ঘ্য হিসেবে ফুল দেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এবং বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তবে স্বাধীনতা অর্জনের পর কিছু সময়ে এ স্বাধীনতার মূল্যবোধ ভুলিয়ে দেয়া হয়েছে। চব্বিশের অভ্যুত্থান ছিল সে স্বাধীনতা রক্ষার সংগ্রাম।
সবার দেশ/এমকেজে