Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫, ২৭ মার্চ ২০২৫

ধর্মীয় মহিমায় বাংলাদেশে পালিত হবে রাতটি

পবিত্র শবে কদর আজ

হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম, এবং এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে এ রাতটি পালন করবেন।

পবিত্র শবে কদর আজ
ফাইল ছবি

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত। ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাতগুলোর মধ্যে অন্যতম, এ রাতকে মহান আল্লাহ্‌তায়ালা বিশেষ মর্যাদা দিয়েছেন। 

হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম, এবং এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে এ রাতটি পালন করবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদর (শবেকদর) উপলক্ষে পবিত্র আল-কোরআন নাজিল হয়েছিলো, যা মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ দান ও অনুগ্রহ। এ রাতের ইবাদত মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ এ রাতে আল্লাহর কাছে মাগফিরাত, রহমত ও নাজাতের প্রার্থনা করা হয়। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায় করেন, পবিত্র কোরআন তিলাওয়াত করেন, জিকির-আজকার করেন এবং দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করে আল্লাহর অশেষ রহমত কামনা করেন।

পবিত্র শবেকদরের রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা রাতজুড়ে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতটি কাটানোর জন্য মসজিদগুলোতে বিশেষ নামাজ, ওয়াজ মাহফিল, মিলাদ-মাহফিল এবং দোয়া-দরুদ পাঠের ব্যবস্থা করা হবে। দেশের অন্যতম প্রধান মসজিদ বায়তুল মোকাররমে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। একইভাবে, দেশের প্রতিটি মসজিদে তারাবির নামাজ শেষে ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিশেষ করে, রাতের শেষ প্রহরে মুসলমানরা মহান আল্লাহর কাছে নিজ নিজ দোয়া ও মোনাজাতে প্রার্থনা করবেন। তাদের কামনা থাকবে, আল্লাহ যেন তাদের সকল পাপ মাফ করে দেন, তাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রদান করেন এবং পরকালে সফলতা লাভের সুযোগ দেন।

শবে কদরের রাতকে কেন্দ্র করে মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে, সবার জন্য দোয়া করেন, বিশেষ করে গুনাহ মাফের জন্য। মুসলিম বিশ্বের জন্য এ রাতটি এক আশীর্বাদস্বরূপ, যা সারা পৃথিবীতে শান্তি, বন্ধুত্ব এবং সহনশীলতার বার্তা বহন করে।

আজকের পবিত্র শবে কদরের রাত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক বিশেষ সময়, যেটি তারা ইবাদত-বন্দেগি ও আল্লাহর রহমত প্রাপ্তির জন্য কাটান। আল্লাহর কাছে প্রার্থনা করা, নিজেদের আত্মার পরিশুদ্ধি এবং পুণ্য অর্জন করার এ রাত মুসলমানদের জীবনে অশেষ তাৎপর্যপূর্ণ।

সবার দেশ/এমকেজে