Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ৩০ মার্চ ২০২৫

খালেদা জিয়া-তারেক রহমানকে ঈদের দাওয়াত প্রধান উপদেষ্টার

খালেদা জিয়া-তারেক রহমানকে ঈদের দাওয়াত প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (এডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব মো. আব্দুস সাত্তার এবং তারেক রহমানের এপিএস মেহেদী হাসান দাওয়াতপত্র গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ড. ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এ আয়োজনে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এটি রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসেবে দেখা হচ্ছে এবং এতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম