Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ৩০ মার্চ ২০২৫

নাশকতা প্রতিহতের হুঁশিয়ারি

কলকাতায় পলাতকরা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

কলকাতায় পলাতকরা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, কলকাতায় যারা পালিয়ে রয়েছে, তারা ক্রিমিনাল।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলকাতায় যারা পালিয়ে আছেন তারা ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার, তাই নেয়া হচ্ছে। ঈদে যেকোনও ধরনের নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, ঈদে নাশকতার গুঞ্জন কেবল গুঞ্জনই থাকে, নিরাপত্তা ব্যবস্থার কোনও অভাব নেই।

এর আগে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ এতে জড়াতে পারেনি, ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।

তিনি আরও বলেন, শিডিউল বিপর্যয় ছাড়া সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। যাত্রীরা ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। তিনি বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। এবার সেটি বন্ধ রাখা হয়েছে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণে কেউ চাঁদাবাজি করার সুযোগ ও সাহস পায়নি। আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে, ফলে ঈদযাত্রায় ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে।

সদরঘাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নৌপথেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। এরই মধ্যে ১০ লাখ যাত্রী নৌপথে গ্রামে গেছেন। ভাড়া নিয়ে কোনো অসন্তোষ নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে এবার ঈদযাত্রা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।

সবার দেশ/কেএম