চাঁদ দেখা গেছে, কাল ঈদ

বাংলাদেশের আকাশে আজ রোববার (৩০ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর নিশ্চিত করে ঈদের ঘোষণা দেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা এ পবিত্র দিনে দেশের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করেন।
চাঁদ দেখা ও ঈদের তারিখ নির্ধারণ
ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে, যা প্রতিবছর পরিবর্তিত হয়। সাধারণত একটি চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এ কারণে রমজানের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।
এবার ২৯ রোজা শেষে ঈদ উদ্যাপিত হচ্ছে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অনেক দেশেও একই দিনে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগেই ঈদ উদ্যাপন
এদিকে, শনিবার (২৯ মার্চ) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার (৩০ মার্চ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদ উদ্যাপিত হয়েছে।
সৌদি আরবের দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাইন এবং হারামাইন শরিফাইনের ফেসবুক পেজের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে রমজান মাস ২৯ দিনে শেষ হয় এবং রোববার ঈদুল ফিতর উদ্যাপন করা হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু এলাকায় আগেভাগেই ঈদ উদ্যাপন করা হয়েছে। সাধারণত চাঁদ দেখার ভিত্তিতে চট্টগ্রাম, সিলেট, লক্ষ্মীপুর, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের কিছু গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপিত হয়।
সারা দেশের মুসলমানরা আগামীকাল ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এক মাস সিয়াম সাধনার পর এ উৎসব মুসলিমদের জন্য বিশেষ খুশির দিন। তবে এ আনন্দের দিনেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান মানবিক সংকটের মধ্যে থাকা মুসলমানদের জন্য দোয়া ও সাহায্যের আহ্বান জানানো হচ্ছে।
ঈদুল ফিতর উপলক্ষে সবার জীবনে শান্তি ও কল্যাণ আসুক—এ প্রত্যাশা রইলো। ঈদ মোবারক!
সবার দেশ/কেএম