Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ৩১ মার্চ ২০২৫

রাষ্ট্রপতি ও উপদেষ্টা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

রাষ্ট্রপতি ও উপদেষ্টা কে কোথায় ঈদের নামাজ পড়বেন
ফাইল ছবি

আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলেও সেখানে অংশ নেবেন না রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

প্রথা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। তবে চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতা পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি কোনও জনসমাগমে অংশ নিচ্ছেন না। সে ধারাবাহিকতায় এবারও তিনি বঙ্গভবন প্রাঙ্গণেই ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যথারীতি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করবেন।

আরও পড়ুন <<>> ঢাকায় ঈদের জামাত কখন কোথায়

চাঁদ দেখা কমিটির ঘোষণারবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয় যে, বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদের দিন বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা তার তেজগাঁও কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, করোনা মহামারির সময় দু'বছর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত বন্ধ ছিলো। ২০২৩ সালে সে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি ও বর্তমান রাষ্ট্রপতি আবারও ঈদের প্রধান জামাতে অংশ নেন। তবে এবার রাষ্ট্রপতি ঈদের জামাত বঙ্গভবনেই আদায় করবেন।

সবার দেশ/কেএম