Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৮, ৩১ মার্চ ২০২৫

উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

প্রথম জামাতের ইমামতী ও বয়ান

প্রথম জামাতে ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন (অব.) হাফেজ আতাউর রহমান। নামাজের আগে ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ নসীহত করে বয়ান করেন।

তিনি বলেন, রোজাদারদের জন্য ঈদ আল্লাহর বিশেষ উপহার। এটি খুশির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পবিত্রতা ও তাকওয়ার সঙ্গে ঈদের নামাজ আদায় করছি। আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করার জন্য রমজান মাস দিয়েছেন এবং রহমতের দরজা উন্মুক্ত রেখেছেন। আমাদের উচিত এ শিক্ষাকে কাজে লাগিয়ে সারাবছর জীবন পরিচালনা করা।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর কেবল আনন্দের দিন নয়, এটি ধনী-গরিব সবার মাঝে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন দৃঢ় করার দিন। সমাজের দুঃস্থ ও দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে হবে।

ঈদ জামাতের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বায়তুল মোকাররমে ঈদের জামাত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। নামাজে আগত মুসল্লিদের জন্য প্রবেশ পথে ছিলো মেটাল ডিটেক্টর, নিরাপত্তা তল্লাশি এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা।

একজন মুসল্লি জানান, নিরাপত্তার জন্য পুলিশের কড়া নজরদারি থাকায় আমরা স্বস্তিতে নামাজ আদায় করতে পেরেছি। ঈদের জামাত নির্বিঘ্নে শেষ হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

বায়তুল মোকাররমে ঈদের অন্যান্য জামাতসমূহ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়ার পর এক ঘণ্টা পরপর আরও তিনটি জামাত এবং সর্বশেষ পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাতের ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান দায়িত্ব পালন করবেন। চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

উপস্থিত মুসল্লিদের প্রতিক্রিয়া

ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ। নামাজ শেষে এক মুসল্লি বলেন, ঈদের জামাতে অংশ নিতে পারা বড় সৌভাগ্যের বিষয়। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের এ নামাজ আমাদের জন্য অনেক আনন্দের।

অপর এক মুসল্লি বলেন, পরিবারের সবাইকে নিয়ে এখানে নামাজ আদায় করেছি। দোয়া করেছি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য।

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে। নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনের নজরদারি ও মুসল্লিদের উদ্দীপনার কারণে ঈদের আনন্দ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের এ আনন্দ দেশজুড়ে ছড়িয়ে পড়বে, এটাই সবার প্রত্যাশা।

সবার দেশ/কেএম