Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১১, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:১১, ৩ এপ্রিল ২০২৫

বিমসটেক ইয়ং জেন ফোরামে বক্তব্য দিচ্ছেন ড. ইউনূস

বিমসটেক ইয়ং জেন ফোরামে বক্তব্য দিচ্ছেন ড. ইউনূস
বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ব্যাংককের ‘বিমসটেক ইয়ং জেন ফোরাম: হোয়্যার দ্য ফিউচার মিটস’ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিলো ‘ফিউচার রেডি বিমসটেক: রোল অব দ্য ইয়ং জেন টুওয়ার্ডস প্রো-বিমসটেক’ (ভবিষ্যৎ প্রস্তুত বিমসটেক: উন্নত বিমসটেকের দিকে তরুণদের ভূমিকা)।

বক্তব্যে তিনি তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আঞ্চলিক সহযোগিতায় ভূমিকার ওপর জোর দেন। বিমসটেকভুক্ত দেশগুলোর তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান অধ্যাপক ইউনূস।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

এর আগে সকাল ৮:৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দেন তিনি।

সম্মেলনে ইউনূসের অন্যান্য কর্মসূচি

আজ (৩ এপ্রিল):

  • বিমসটেক ইয়ুথ কনফারেন্সে অংশগ্রহণ
  • তরুণদের ভবিষ্যৎ নেতৃত্বের ওপর আলোচনা

আগামীকাল (৪ এপ্রিল):

  • বিমসটেক সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন
  • বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন

বিমসটেক সম্মেলনের গুরুত্ব

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে:

  • বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন
  • পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
  • নিরাপত্তা
  • কৃষি ও খাদ্য নিরাপত্তা
  • জনগণের মধ্যে সংযোগ
  • বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন
  • কানেক্টিভিটি

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ইউনূস অন্যান্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন।

সবার দেশ/কেএম