Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫০, ৩ এপ্রিল ২০২৫

বিমসটেক সম্মেলন ব্যাংকক ২০২৫

ইউনূস-মোদি নৈশভোজ করলেন পাশাপাশি বসে

ইউনূস-মোদি নৈশভোজ করলেন পাশাপাশি বসে
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একসঙ্গে দেখা গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংককের একটি অভিজাত হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এক টেবিলে ইউনূস ও মোদি

সম্মেলনে অংশ নেয়া নেতাদের জন্য আয়োজিত এ নৈশভোজে ড. ইউনূস ও নরেন্দ্র মোদিকে পাশাপাশি বসে কথা বলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাদের একসঙ্গে নৈশভোজ উপভোগ করতে দেখা যায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করে লিখেছেন, ব্যাংককে বিমসটেকের অফিসিয়াল ডিনার। এসব ছবিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরও দেখা গেছে।

বৈঠক ও কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা

বিমসটেক সম্মেলনকে ঘিরে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির এক টেবিলে বসা বিশেষ গুরুত্ব পাচ্ছে। যদিও আনুষ্ঠানিক কোনো বৈঠকের ঘোষণা দেয়া হয়নি, তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ নৈশভোজের সময় পারস্পরিক আলোচনা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

বিমসটেকের নেতৃত্ব নিচ্ছে বাংলাদেশ

দুই দিনের সফরে ব্যাংককে অবস্থান করছেন ড. ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন (৪ এপ্রিল) বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। এ দায়িত্ব ড. ইউনূসের কাছে হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত

বিমসটেকের মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও উন্নয়নমূলক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশ এ জোটের নেতৃত্বে আসায়, ভবিষ্যতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য নীতিতে নতুন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এ নৈশভোজের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একত্রে বসার বিষয়টি আগামী দিনের কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম