Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ৪ এপ্রিল ২০২৫

বিমসটেক নেতাদের ফটোসেশন, ইউনূস-মোদি বৈঠক আজ

বিমসটেক নেতাদের ফটোসেশন, ইউনূস-মোদি বৈঠক আজ
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত এক যৌথ ফটোসেশনে অংশ নেন তারা।

এ ফটোসেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, শুক্রবার সকালে থাইল্যান্ডের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে এক বৈঠকে অংশ নেন অধ্যাপক ইউনূস। সকালের নাশতার সময় তাদের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করেন তিনি। আলোচনা শেষে তাদের সঙ্গে একটি আলোকচিত্রে অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। তিন দিনব্যাপী এ সম্মেলন ২ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ৪ এপ্রিল।

আজ স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এ প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে মুখোমুখি আলোচনা হতে যাচ্ছে। গতকাল বিমসটেক সম্মেলনের নৈশভোজে উভয় নেতার প্রাথমিক সাক্ষাৎ ও সৌজন্য বিনিময় হয়।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কোন্নয়নে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবার দেশ/কেএম