বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ
শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

বিশ্বখ্যাত অর্থনৈতিক সাময়িকী ফোর্বস সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ডস বিলিয়নেয়ারস লিস্ট ২০২৫’-এ বাংলাদেশের কোনো নাগরিকের নাম স্থান পায়নি।
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, যিনি ২০২৪ সালের তালিকায় ১.১ বিলিয়ন ডলার সম্পদসহ বাংলাদেশের একমাত্র বিলিয়নেয়ার হিসেবে স্থান পেয়েছিলেন, এবার তালিকা থেকে বাদ পড়েছেন তিনি।
এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ এবং সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ। সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব সমর্থন না করায়, সেদেশের নাগরিক হতে হলে আজিজ খানকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে। ফলত, ২০২৫ সালের তালিকায় বাংলাদেশ থেকে আর কোনো বিলিয়নিয়ার অন্তর্ভুক্ত হয়নি।
অপরদিকে, সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় রয়েছেন পেইন্ট শিল্প উদ্যোক্তা গোহ চেং লিয়াং, যার সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার।
ফোর্বস তালিকার বৈশ্বিক চিত্র
২০২৫ সালের ফোর্বস বিলিয়নেয়ার তালিকায় বিশ্বজুড়ে ৭৮টি দেশ ও অঞ্চলের অন্তত একজন করে বিলিয়নেয়ার স্থান পেয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে—শীর্ষ ৫০ জনের মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।
তালিকায় শীর্ষে রয়েছেন:
- ইলন মাস্ক, মালিক টেসলা ও এক্স, সম্পদ: ৩৪২ বিলিয়ন ডলার
- মার্ক জাকারবার্গ, মেটার প্রধান, সম্পদ: ২১৬ বিলিয়ন ডলার
- জেফ বেজোস, অ্যামাজন প্রতিষ্ঠাতা, সম্পদ: ২১৫ বিলিয়ন ডলার
- ল্যারি এলিসন, ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা, সম্পদ: ১৯২ বিলিয়ন ডলার
- বার্নার্ড আর্নল্ট ও পরিবার, এলভিএমএইচ গ্রুপ, সম্পদ: ১৭৮ বিলিয়ন ডলার
নতুন দেশ ও ধনকুবের
এ বছরের তালিকায় নতুন করে তিনটি দেশ যুক্ত হয়েছে—আলবেনিয়া, পেরু ও সৌদি আরব। বিশেষভাবে উল্লেখযোগ্য, সৌদি আরবে ১৪ জন নতুন বিলিয়নেয়ার তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ, যার মোট সম্পদের পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, মোহাম্মদ আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করছেন এবং সেদেশে তার ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত হচ্ছে। যদিও তিনি বাংলাদেশি শিল্প খাতে অবদানের নামে লুটেরা হাসিনার সহযোগী হয়ে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছেন। বর্তমান পরিপ্রেক্ষিতে তার নাম আর বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় বলে মনে করছে অর্থনৈতিক মহল।
সবার দেশ/কেএম