গাজা সঙ্কটে ঢাকায় সর্বস্তরের প্রতিবাদ আজ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে আজ সোমবার রাজধানী ঢাকায় বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, আলেম সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে আজ। বিভিন্ন এলাকায় কর্মসূচিগুলো ছড়িয়ে পড়ায় গোটা শহরজুড়ে দেখা যাবে প্রতিবাদী জনস্রোত।
সকালের কর্মসূচি
সকালে প্রথম কর্মসূচি শুরু হবে বসুন্ধরা গেটে, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০টায় একত্রিত হয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিবেন।
মধ্যাহ্নের কর্মসূচি
সকাল ১১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে সমবেত হবেন সাধারণ আলেম সমাজ, যারা বিক্ষোভের মাধ্যমে গাজায় মুসলমানদের ওপর চালানো গণহত্যার বিরুদ্ধে সোচ্চার।
একই সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটেও প্রতিবাদ জানাবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুর ১২:৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারে সমবেত হওয়ার কথা রয়েছে বৃহত্তর উত্তরার সাধারণ শিক্ষার্থীবৃন্দ, যারা রাস্তায় অবস্থান নিয়ে ‘গাজা বাঁচাও, মানবতা রক্ষা করো’ স্লোগানে উত্তাল করে তুলবেন রাজপথ।
জোহরের পর
বাদ জোহর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে:
- বায়তুল মোকাররমে – জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে – বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ
বিকেলের কর্মসূচি
- বিকেল ৩:৩০টায় – বায়তুল মোকাররমে লেবার পার্টি
- বিকেল ৩:৩০টায় – প্রেসক্লাবে খেলাফত মজলিস
- বিকেল ৪টায় – মহাখালীতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর
- বিকেল ৪টায় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ
- বিকেল ৪টায় – ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে ‘ফুলকুড়ি আসর’-এর কর্মসূচি
- বিকেল ৪:৩০টায় – মিরপুর ১০ গোলচত্বর – মিরপুরবাসী ও ছাত্রজনতা একত্রে প্রতিবাদে অংশ নেন
- বিকেল ৫টায় – শাহবাগে এনসিপি (ন্যাশনাল কনসার্ন ফর প্যালেস্টাইন)
- বিকেল ৫টায় – বায়তুল মোকাররমে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ
প্রতিবাদের বার্তা
প্রতিটি কর্মসূচিতেই ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদেএবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা জানানো হবে। প্রতিবাদ সমাবেশের আয়োজকরা বলেন, গাজা আর রাফা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, আর বিশ্ব বিবেক নিশ্চুপ রয়েছে
আজকের এ কেন্দ্রীয় ও বিকেন্দ্রীকৃত কর্মসূচিগুলো ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংহতি প্রকাশের দৃঢ় বার্তা বহন করে, যা দেশের ভেতরে-ভেতরে ক্রমবর্ধমান এক গণজাগরণের প্রতিচ্ছবি।
সবার দেশ/কেএম