Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:০১, ৭ এপ্রিল ২০২৫

গাজা ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিরোধে জেগে উঠছে ক্যাম্পাসগুলো

 ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচিতে উত্তাল বাংলাদেশ 

 ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচিতে উত্তাল বাংলাদেশ 
ফিলিস্তিনের স্মরণে সংহতি এবং বিক্ষোভ সমাবেশের ডাক। ছবি: সবার দেশ

ইসরায়েলের বর্বরতা ও গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে গড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ (৭ এপ্রিল) পালিত হচ্ছে ‘No Work, No Class – গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি):

আরও একবার জেগে উঠেছে রাজু ভাস্কর্য। সকাল থেকেই শিক্ষার্থীরা সমবেত হয়ে প্রতিবাদী শ্লোগানে মুখরিত করে তুলেছে ক্যাম্পাস। ‘গাজা আজ রক্তাক্ত’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘স্টুডেন্টস ফর ফিলিস্তিন’ সহ নানা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন, কবিতা পাঠ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি):

ট্রান্সপোর্ট থেকে শুরু করে একাডেমিক বিল্ডিং পর্যন্ত ছাত্ররা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী মিছিল করেছে। ‘শিক্ষা হোক মানবতার পক্ষে, না যে নীরবতা!’ – এমন শ্লোগানে প্রকম্পিত ছিলো ক্যাম্পাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি):

গণজমায়েত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে চবি কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে। শিক্ষক-শিক্ষার্থীদের একযোগে অংশগ্রহণ লক্ষ করা গেছে। একাধিক বিভাগে দিনব্যাপী ক্লাস বর্জনের ঘোষণা রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি):

ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী পোস্টার হাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে। অনেকে একে ‘আধুনিক শিক্ষাঙ্গনের নৈতিক পুনর্জাগরণ’ বলে মন্তব্য করেছেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU):

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কর্মসূচিতে অংশ নেন। তবে এক শিক্ষিকার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও পরে তিনি ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

বুয়েট, নর্থ সাউথ, ব্র্যাক, ইডেন, টিএসসি ও আরো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান:

অনেকেই ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বা অনলাইন প্ল্যাটফর্মে গাজার সমর্থনে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ইউনিফর্ম পরে মানববন্ধন ও নিরব প্রতিবাদ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ঝড়:

হ্যাশট্যাগ #NoWorkNoClass #StrikeForGaza #StudentsForPalestine ভাইরাল হয়ে গেছে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে। শিক্ষার্থীদের পোস্ট, কবিতা, চিত্রকর্ম ও প্রতিবাদী ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ছে।

আয়োজকদের বক্তব্য:

স্টুডেন্টস ফর প্যালেস্টাইন, বাংলাদেশ নামের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম জানায়, আমরা যুদ্ধের পক্ষে না, আমরা নিপীড়নের বিরুদ্ধে। আমাদের ক্লাস এখন গাজা – যেখানে প্রতিটি শিশুর আর্তনাদ আমাদের নৈতিকতা জাগিয়ে তুলছে।

প্রশাসন ও শিক্ষকদের প্রতিক্রিয়া:

কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রথমে দ্বিধান্বিত থাকলেও শিক্ষার্থীদের ব্যাপক সংহতির কারণে অনেক জায়গায় প্রশাসন ইতিবাচক মনোভাব নিয়েছে। ঢাবির এক শিক্ষক বলেন, এ আন্দোলন শুধু গাজার জন্য নয়, মানবতার জন্য। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করছে তারা শুধুই পাঠ্যবই মুখস্থ করে না, তারা মূল্যবোধ জানে।

কিছু জায়গায় প্রতিক্রিয়া:

একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস মিস করা নিয়ে আপত্তি তুলেছেন। তবে সর্বত্রই শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান এবং সামাজিক চাপে অবস্থান বদল করতে বাধ্য হয়েছেন অনেকেই।

বাংলাদেশ এক অংশ হয়ে উঠেছে বৈশ্বিক মানবতার এক সংগ্রামে:

এ কর্মসূচি দেখিয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু ভালো গ্রেড নয়, ভালো মানুষ হতে চায়। তাদের এ প্রতিবাদে ফুটে উঠেছে ন্যায়বোধ, সংহতি এবং সামষ্টিক নৈতিক দায়িত্ব।

সবার দেশ/কেএম