Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ৭ এপ্রিল ২০২৫

অবারিত বিনিয়োগ সম্ভাবনার দ্বারপ্রান্তে বাংলাদেশ

৭০ বিদেশি বিনিয়োগকারীর এনএসইজেড পরিদর্শন

ভূ-রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থান, তরুণ জনশক্তি এবং সরকারের রফতানি সহায়ক নীতিমালার কারণে এখানকার সম্ভাবনা এখন অনেক দেশকেই আকর্ষণ করছে।

৭০ বিদেশি বিনিয়োগকারীর এনএসইজেড পরিদর্শন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ৭০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) পরিদর্শন করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর অংশ হিসেবে তারা একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। পরে দিনব্যাপী সফরে তারা সরেজমিনে ঘুরে দেখেন এনএসইজেড-এর বিভিন্ন অবকাঠামো, শিল্প প্লট এবং চলমান উন্নয়ন কার্যক্রম।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানান, এ সফর ছিলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাস্তব ভিত্তিক একটি মূল্যায়ন-ভিত্তিক অভিজ্ঞতা। এতে তারা এ অঞ্চলে শিল্প স্থাপনের বাস্তবতা ও সম্ভাবনা পর্যবেক্ষণের সুযোগ পান।

বহুবিধ খাত নিয়ে আগ্রহ

এ সফরে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও কর্পোরেট প্রতিনিধি ছিলেন। তাদের অধিকাংশই আগ্রহ প্রকাশ করেছেন টেক্সটাইল, হাইটেক, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি এবং শিপ বিল্ডিং শিল্পে বিনিয়োগের বিষয়ে।

অবকাঠামোগত প্রস্তুতি দেখেছে প্রশংসা

এনএসইজেড পরিদর্শন শেষে বেশ কয়েকজন প্রতিনিধি প্রশংসা করে বলেন, বন্দরসংলগ্ন একটি সুপরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলে এমন অবকাঠামোগত প্রস্তুতি দক্ষিণ এশিয়ায় বিরল।

তারা আরও জানান, ভূ-রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থান, তরুণ জনশক্তি এবং সরকারের রফতানি সহায়ক নীতিমালার কারণে এখানকার সম্ভাবনা এখন অনেক দেশকেই আকর্ষণ করছে।

সরকার ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে

সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতিনিধিরাও সফরে অংশ নেন। এনএসইজেড পরিচালনা কর্তৃপক্ষ থেকে বিনিয়োগ সংক্রান্ত তথ্য, কর অবকাশ সুবিধা, এক্সপোর্ট প্রসেসিং, পরিবেশ ছাড়পত্র ও ভৌগোলিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

ভবিষ্যতের শিল্প-নগরী

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বলছে, এনএসইজেড হবে দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক শিল্প নগরী। প্রায় ৩০ হাজার একর জায়গা জুড়ে গড়ে তোলা এ অঞ্চল থেকে বছরে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি আশা করা হচ্ছে এবং তৈরি হবে কয়েক লাখ নতুন কর্মসংস্থান।

বিশ্বব্যাপী উৎপাদন খাত যখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ছে, তখন বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশে বিনিয়োগকারীদের আগমন শুধু সাময়িক নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত স্থানান্তরেরও ইঙ্গিত দিচ্ছে।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে গড়ে উঠতে পারে নতুন বাণিজ্য হাব, প্রযুক্তি কেন্দ্র ও উন্নত শিল্পখাত। তবে এ সম্ভাবনার পূর্ণ বাস্তবায়নে দরকার হবে রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ মানবসম্পদ এবং অব্যাহত প্রণোদনামূলক নীতিমালা।

সবার দেশ/কেএম