জাতিসংঘকেও কার্যকর পদক্ষেপের আহ্বান বাংলাদেশ সরকারের
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় ঢাকার নিন্দা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান সামরিক আগ্রাসন ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে যে সামরিক অভিযান শুরু করেছে, তাতে নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি—এবং তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এ আগ্রাসনে গাজায় মানবিক সাহায্য প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে অঞ্চলটি গভীর মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
নির্বিচারে বোমাবর্ষণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন
বাংলাদেশ সরকার স্পষ্ট ভাষায় জানায়, গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলা জাতিগত নির্মূল অভিযানের শামিল। এটা আন্তর্জাতিক মানবিক আইনের সরাসরি লঙ্ঘন।
সরকার আরও বলেছে, বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, যা একধরনের রাষ্ট্রীয় বর্বরতা।
তাত্ক্ষণিক যুদ্ধবিরতি ও ত্রাণ প্রবেশ নিশ্চিতের আহ্বান
পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতির ব্যবস্থা নেয় এবং গাজায় আটকে থাকা লাখ লাখ বেসামরিক মানুষের জন্য জরুরি মানবিক ত্রাণ পৌঁছাতে ব্যবস্থা গ্রহণ করে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতিসংঘকে আহ্বান জানায়, তারা যেন যুদ্ধবিরতি বাস্তবায়ন ও গাজার জনগণের জীবনরক্ষায় তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালন করে।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান
ঢাকা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে যে, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবিচল।
এটি শুধু ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আলোচনার পথে ফিরে আসার আহ্বান
বিবৃতিতে বাংলাদেশ সরকার বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং দুই রাষ্ট্রভিত্তিক টেকসই সমাধানের জন্য আলোচনার টেবিলে ফিরে আসা জরুরি। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধানই একমাত্র পথ।
বাংলাদেশ সকল পক্ষকে কূটনৈতিক সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, শান্তি, ন্যায়বিচার ও মানবতার পক্ষে দাঁড়ানোর এখনই সময়।
সবার দেশ/কেএম