Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:৪৮, ৯ এপ্রিল ২০২৫

বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ বুধবার (৯ এপ্রিল)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সম্মেলন গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। 

উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে পাঁচজন ব্যক্তি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হবে। এছাড়া, বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারী এতে বক্তব্য প্রদান করবেন। 

এ সম্মেলনে ৪০টি দেশ থেকে ছয় শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্পর্কে পুরানো ধারণা ভেঙে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সম্মেলনের প্রথম দিনে একটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টি উত্থাপন করা হয়। 

প্রথম দুই দিনে বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। গত ৭ এপ্রিল তারা চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এ পরিদর্শনগুলো বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। 

বাংলাদেশে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদী।

সবার দেশ/কেএম