Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:৩৫, ১০ এপ্রিল ২০২৫

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও খলিলুর রহমান

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। রোহিঙ্গা সংকট, সীমান্ত পরিস্থিতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে দিকনির্দেশনা, একইসঙ্গে নিরাপত্তা ও কূটনৈতিক–উভয় পরিসরে ভূমিকা রাখতে যাচ্ছেন ড. খলিল।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও খলিলুর রহমান
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এখন থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. খলিলুর রহমানকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ পদবি দিয়ে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে তাকে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত দায়িত্ব পালনে সহায়তার দায়িত্বও অর্পণ করা হয়েছে।

ড. খলিলুর রহমান একজন সাবেক কূটনীতিক ও প্রশাসনিক কর্মকর্তা। তিনি আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গত বছরের ১৯ নভেম্বর তাকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ পদে উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ নিয়োগ দিয়েছিল সরকার।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। রোহিঙ্গা সংকট, সীমান্ত পরিস্থিতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে দিকনির্দেশনা দিতে এবার একইসঙ্গে নিরাপত্তা ও কূটনৈতিক–উভয় পরিসরে ভূমিকা রাখতে যাচ্ছেন ড. খলিল।

বিশ্লেষকদের মতে, একই ব্যক্তিকে কৌশলগত ও মানবিক ইস্যু দুটিতে নেতৃত্বে রাখার মাধ্যমে সরকার পরস্পরসম্পর্কিত এ দুই খাতে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে চাইছে।

সবার দেশ/কেএম