কাদেরসহ ১০ জনের নামে রেড এলার্ট জারির আবেদন

পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দলটির ১০ জন শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে এ আবেদন পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রেড নোটিশ চাওয়া বাকি আট নেতা হলেন—সাবেক মন্ত্রী একে এম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক সংসদ সদস্য আলী আরাফাত এবং সাবেক সামরিক কর্মকর্তা ও উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সূত্রে জানা যায়, এ ১০ জনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, দমন–পীড়ন এবং দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান রয়েছে। তাদের অনেকেই পলাতক, অনেকে গোপনে দেশত্যাগ করেছেন বলে তথ্য রয়েছে।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এরপর মাফিয়া হাসিনা গোপনে ভারত পালিয়ে যান। ৮ আগস্ট দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বর্তমান প্রশাসনের অধীনে সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়।
এ রেড নোটিশ জারি হলে আন্তর্জাতিকভাবে এসব রাজনীতিকদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপিত হতে পারে। তবে এখনো ইন্টারপোল কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত সম্মতি মেলেনি।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বিচার কাঠামোর আওতায় বাংলাদেশে নতুন এক রাজনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে দেশ।
সবার দেশ/কেএম