সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতে পলাতক আ’লীগারদের ফেরতের চেষ্টায় সরকার

ভারতে পলাতক অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সংঘাতের আশঙ্কা নেই। বরং দুই ভারতের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে যারা পালিয়ে সে দেশে আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটা চুক্তি হয়েছে। এ প্রক্রিয়া এখন কার্যকর করার দিকে এগোচ্ছি।
তবে ঠিক কতজন নেতাকর্মী ভারতে অবস্থান করছেন, তারা কীভাবে পালিয়েছেন বা কবে নাগাদ ফেরত আনা হতে পারে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো। পুলিশের বিভিন্ন ইউনিটের তৎপরতায় একাধিক থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে। অস্ত্র উদ্ধারের কাজ সম্পন্ন হলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক অবকাঠামো, রেকর্ড ব্যবস্থাপনা এবং পুলিশ সদস্যদের কাজের পরিবেশ পর্যালোচনা করেন।
গত কয়েক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ, রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ পরিস্থিতিতে সরকার তাদের দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
সবার দেশ/কেএম