পাকিস্তানের ‘এনগ্রো’র বাংলাদেশে বিনিয়োগ

বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এনগ্রো হোল্ডিংস।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান এনগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল সামাদ দাউদ।
দাউদ বলেন, বাংলাদেশের টেলিকম খাতের প্রবৃদ্ধি অভাবনীয়। পাশাপাশি ভোলা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহে সম্ভাবনা বিশাল। এ দুটি খাতে দীর্ঘমেয়াদি ও প্রভাবশালী বিনিয়োগে আমরা আগ্রহী।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গা নয়, বরং টেকসই, মানবিক ও উদ্ভাবনী অর্থনীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। দীর্ঘমেয়াদি ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে— এমন প্রকল্পেই আমাদের গুরুত্ব দেয়া উচিত।
এ সময় প্রফেসর ইউনূস এনগ্রো সিইও-কে ভবিষ্যতে আরও ব্যাপক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশের কাছে বিনিয়োগকারীদের জন্য যেমন অনেক সুযোগ আছে, তেমনি বিশ্ববাসীর জন্যও এটি একটি মানবিক মডেল হতে পারে।
এনগ্রোর প্রধান দাউদ, যিনি বাংলাদেশে চলমান চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশ নিতে এসেছেন, বিডা আয়োজিত এ সম্মেলনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ সামিট কেবল ব্যবসায়িক নয়, এতে একটি আন্তরিক, মানবিক স্পর্শ রয়েছে। বাংলাদেশের উষ্ণ আতিথেয়তা ও সংগঠনের মান আমাদের মুগ্ধ করেছে।
উল্লেখ্য, পাকিস্তানের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী এনগ্রো মূলত কৃষি, জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একটি কোম্পানি। দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ বিনিয়োগের দ্বার উন্মোচনের পথে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
সবার দেশ/এমকেজে