Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১২ এপ্রিল ২০২৫

এবার গ্রীষ্মে অসহনীয় লোডশেডিং হবে না

লোডশেডিং হলে প্রথমে ঢাকায়, গ্রামে নয়: জ্বালানি উপদেষ্টা

লোডশেডিং হলে প্রথমে ঢাকায়, গ্রামে নয়: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

গ্রীষ্ম মৌসুমে অসহনীয় লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, লোডশেডিং হলে তা কেবল গ্রাম নয়, আগে ঢাকাতেই হবে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলওয়ের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এবারের রমজানে লোডশেডিং হয়নি, তবে কোথাও কোথাও প্রযুক্তিগত জটিলতায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছে। আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছি।

ট্রেন সেবার বিষয়ে তিনি জানান, কোচ ও ইঞ্জিন সংকট কাটিয়ে উঠতে আমরা উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ২০০ কোচের জন্য অর্ডার দেয়া হয়েছে। এ মাসেই প্রতিনিধি দল চীনে গিয়ে দ্রুত সরবরাহের বিষয়ে আলোচনা করবে। লোকোমোটিভ ক্রয়ের প্রস্তুতিও চলছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-চুয়েটসহ স্বল্প দূরত্বের রুটে কমিউটার ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছি। সীমাবদ্ধতার মধ্যেও ইতোমধ্যে জয়দেবপুর-ঢাকা, ভৈরব-ঢাকা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এ সেবা চালু রয়েছে।

জলাবদ্ধতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যেসব খাল পরিষ্কার করা হয়েছিলো, সেগুলোতে আবার ময়লা ফেলা হচ্ছে। এ থেকে বোঝা যায়, আমরা জনগণকে সচেতন করতে ব্যর্থ হয়েছি। তিনি জানান, চট্টগ্রামে ৩০ হাজার ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন করবে সিটি করপোরেশন।

তিনি হুঁশিয়ার করে বলেন, মতবিনিময় সভা ও সচেতনতামূলক প্রচারের পরও যদি এলোমেলোভাবে ময়লা ফেলা হয়, তাহলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা পুরোপুরি না কমলেও, পরিস্থিতি বৃষ্টিপাতের পরিমাণের ওপর নির্ভর করবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সবার দেশ/এমকেজে