সাংবাদিকদের ব্রিফিংয়ে আইন উপদেষ্টা
মডেল মেঘনার বিরুদ্ধে অভিযোগ গুরুতর, আটক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ

মডেল ও সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী মেঘনা আলমকে গ্রেফতারের পদ্ধতিতে আইনি ত্রুটি ছিল বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে তিনি এক্ষেত্রে তার বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট অভিযোগ’ রয়েছে বলেও উল্লেখ করেছেন।
রোববার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মডেল মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া আইনানুগ ছিল না—এটি সরকার হিসেবে আমরা স্বীকার করছি।
তিনি বলেন, এটি ভুল পদ্ধতিতে হয়েছে, মানে এ নয় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বরং তার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট অভিযোগ রয়েছে, যা পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
গ্রেফতারের আইনগত ভিত্তি ও বিতর্ক
গত ৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ডিবি পুলিশ। পরে ১০ এপ্রিল আদালতের মাধ্যমে তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক দেখানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে মানবাধিকার সংস্থা ও সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারের পদ্ধতি এবং এর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
আইন উপদেষ্টা বলেন, এ ঘটনার পর আমরা সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করেছি। মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন পক্ষের উদ্বেগ বিবেচনায় নিয়ে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
সৌদি দূতাবাস সংশ্লিষ্টতা ও জল্পনা
মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের ঘনিষ্ঠতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আসিফ নজরুল তা এড়িয়ে যান। তিনি বলেন, এটা নিয়ে আমরা কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা করিনি।
বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রসঙ্গ
বিশেষ ক্ষমতা আইন বাতিলের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আইন বাতিলের আগে সর্বদলীয় রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন, সে বিষয়ে আলোচনা চলমান।
উল্লেখ্য, মেঘনা আলম ২০২২ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। তার হঠাৎ গ্রেফতার এবং বিতর্কিত প্রেক্ষাপট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা সরকার, প্রশাসন ও বিচারব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে।
সবার দেশ/এমকেজে